ঘিওরে মহান বিজয় দিবস-২০২৫ এ 'তোজা'র- একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্বা নিবেন।
মানিকগঞ্জে ঘিওর উপজেলার, দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ শহীদ মিনারে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন - মানিকগঞ্জ-১, দৌলতপুর,ঘিওর ও শিবালয় আসনের ধানের শীষের পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, মো: তোজাম্মেল হক তোজা।
জনাব তোজাম্মেল হক তোজা তার সমর্থক ও বিশাল কর্মী বাহিনী নিয়ে ঘিওর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে- ঘিওর দুর্গা নারায়ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে একাত্তরের শহীদদের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে ঘিওর বাজারের, ঘিওর বেপারী পাড়া সংলগ্ন বাইপাস সড়কে নব্য সার বোঝাইকৃত ট্রাকটি উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনাস্থানে নন্দিত জননেতা স্ব-শরীরে দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন ও স্থানীয় লোকদের সাথে সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেন। উক্ত মহল্লার মুরুব্বী প্রশাসন ও কর্তৃপক্ষের অবহেলার জন্য ঘটনাটি ঘটেছে বলে জানান।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল ঝুঁকিপূর্ণ এখানে সাইনবোর্ড টানিয়ে রাস্তাটিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা, সড়কের জন্যপথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি মত প্রকাশ করেন।
সমস্যার সমাধানের জন্য উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরিদর্শন শেষে উপস্থিত জনগণ তোজা'র বিভিন্ন জয় ধ্বনি স্লোগান ও শহীদ জিয়ার, তারেক জিয়ার বিভিন্ন স্লোগানে মুখরিত ঘিওরের বিভিন্ন পথান্তর।
