ঢাকা কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এর ভিতরে কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আসামী এবং ২ মাদক ব্যবসায়ী সহ সর্বমোট ৭ জন আসামী আটক

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
তারিখ-০৫/০৭/২০২৫ খ্রিঃ
জেলা পুলিশ, ঢাকা ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এর ভিতরে চন্ডিতলা কালীমন্দির এর নিকট হতে ইং ০৪/০৭/২০২৫ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকার সময় আসামীঃ ১। মোঃ রুবেল পিচ্চি রুবেল (২৫), পিতা-মৃত আতাহার হাওলাদার, সাং-উত্তর পাংগাশিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০২। মোঃ বাবু (২৩), পিতা-আশরাফ উদ্দিন খাঁ, সাং- উত্তর রমজানপুর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর, বর্তমান সাং-চুনকুটিয়া মধ্যপাড়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৩। ইসমাঈল হোসেন (২০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-পয়ালী বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৪। হৃদয় আলামিন সর্দার (২৪), পিতা-মহিউদ্দিন সর্দার, সাং-আশুলিয়া সন্দেশপুর, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল, বর্তমান সাং-জিয়ানগর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ও আসামী ০৫। আশিক (২৫), পিতা-ইয়াসিন বেপারী, সাং-বেজগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে ০১ (এক) টি চাপাতি, ০১ (তিন) টি সুইচ গিয়ার, ০১ (এক) টি ধারালো চাকু, ০১ (এক) টি লোহার হাতুরী ও ০১ (এক) টি লোহার রড উদ্ধার করেন। আসামীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ভাবে ঘটনাস্থলের আশপাশ এলাকার ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ১৯.৪৫ ঘটিকা সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলোমোড়া এলাকা হতে আসামীঃ ৬। মোঃ বিপ্লব (২৮), পিতা-শহীদ হোসেন ধনু, সাং-পলাশী মসজিদ গলি, থানা-লালবাগ, ঢাকা মহানগর, ঢাকা, বর্তমান সাং-খোলামোড়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। একই তারিখ
পৃথক অপর আরও একটি অভিযানে রাত ২১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা হতে আসামীঃ ০৭। মোঃ রাব্বি মিয়া (২৮), পিতা-মানিক মিয়া, সাং-ভাটারপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান সাং-ছোট ভাওয়াল, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ১৫ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১০, তাং-০৫/০৭/২০২৫ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১১(৭)২৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) এবং ৩। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১২(৭)২৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৪( খ) রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী মোঃ রুবেল পিচ্চি রুবেল (২৫) এর বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারনা করার মামলা সহ মোট ০২টি মামলা, আসামী মোঃ বাবু’র বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা, আসামী হৃদয় আলামিন সরদার এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা, আসামী ইসমাঈল হোসেন (২০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।