রংপুরের বদরগঞ্জে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল
বদরগঞ্জ প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক উপজেলা শাখা ও পৌর শাখার সদস্য সচিব হাবিবুর বকশি।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় হাবিবুর বকশি বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকার সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ও সামাজিক সংগঠনগুলোর উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
