রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
আজ ২১/৮/২০২০ তারিখ রাজশাহীর চারঘাট থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে মো: ওবায়দুল ইসলাম (৫২), পিতা: মৃত ইমাজউদ্দিন , সাং : ইউসুফপুর কান্দিপাড়া , থানা- চারঘাট, জেলা - রাজশাহী। উল্লেখ্য, চারঘাট থানার একটি টিম টহল ডিউটি করার সময় আজ ২১/৮/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১.৩০ টার দিকে চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় আসামীর বসতবাড়ি হতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় মামলা রুজু হয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ।
এ বিষয় টি নিশ্চিত করেছেন,মো: ইফতে খায়ের আলম,অতিরিক্ত পুলিশ সুপার( সদর), রাজশাহী।