কুঠিপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শিক্ষার সবক শুরু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ যোহর সিরাজগঞ্জের সলঙ্গা কুঠিপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষার প্রথম ছবকের শুভ উদ্বোধন করা হয়েছে।মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল মোমিনের পরিচালনায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বনবাড়ীয়া নুরানি মাদ্রাসার সাবেক মুহতামিম মাওঃ রফিকুল ইসলাম, আঙ্গারু পাঁচপীর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওঃ আব্দুস ছালাম, হযরত রাবেয়া বসরী (রঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ আল-আমিন। কোরআন সবক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হুমায়ন কবির রানা,ডাঃ আখতার হোসেন হিরন,সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাত্র অভিভাবকসহ অনেকে। শিক্ষার্থীদের কোরআন সবক শেষে উপস্থিত সকলকে বিশেষ মোনাজাত করা হয়।