বেনাপোলে পুলিশের অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ




মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. জাকির হোসেন (২৫) নামে একজন আটক।


সোমবার সকালে উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামী কে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আটক আসামী জাকির হোসেন খড়িডাঙ্গা গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোট আঁচড়া গ্রামস্থ থানা ভবনের সামনে থেকে ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল জাকির নামে এক যুবককে আটক করা হয়। অপর দিকে বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক আসামী সহ উদ্ধার মাদক যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ এর আরও খবর: