যশোর বেনাপোলে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ




মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে রেজাউল ইসলাম (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম বালুন্ডা পূর্বপাড়া গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, মাদকের একটি মামলা চলাকালীন রেজাউল ইসলাম আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পালিয়ে থাকতো। সম্প্রতি আদালতের রায়ে তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।


আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। এর পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যায় রেজাউল ইসলাম। গোপন সংবাদে পুলিশ জানতে পারে সে এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওসি।


যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে রেজাউল ইসলাম (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম বালুন্ডা পূর্বপাড়া গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, মাদকের একটি মামলা চলাকালীন রেজাউল ইসলাম আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পালিয়ে থাকতো। সম্প্রতি আদালতের রায়ে তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।


আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। এর পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যায় রেজাউল ইসলাম। গোপন সংবাদে পুলিশ জানতে পারে সে এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওসি।

সারাদেশ এর আরও খবর: