*রামগড়ে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা*

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ন   |   সারাদেশ




*মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি*


খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে *বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং অভিযানে* তিনটি প্রতিষ্ঠানকে *২,৩০০ টাকা জরিমানা* করা হয়েছে।


*সোমবার (২৮ জুলাই) সকাল* থেকে এ অভিযান পরিচালনা করেন *রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন*।


অভিযানে ব্যবসায়ীদেরকে *পণ্য বিক্রির রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স নবায়ন, লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি না করা*, ইত্যাদি বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি *নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে* বিভিন্ন দোকানে তদারকি করা হয়।


*মূল্য তালিকা না থাকা, সিগারেট বিক্রিতে বিজ্ঞাপন প্রদর্শন ও নিরাপদ খাদ্যের নিয়ম না মানার অভিযোগে* ৩টি দোকানকে মোট *২,৩০০ টাকা জরিমানা* করা হয়।


অভিযানে আরও উপস্থিত ছিলেন *উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ চাকমা*, *কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন*, *স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা*, *বাজার পরিচালনা কমিটি* এবং স্থানীয় *শিক্ষার্থীরা*।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: