যশোর শার্শা বাগআঁচড়া ইউনিয়নের বড় কলোনিতে গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র নেতা মফিকুল হাসান তৃপ্তি।

মোশারেফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর ২০২৫, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগআঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় কলোনিতে গণসংযোগ করেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি।
তিনি গ্রামের মানুষের খোঁজখবর নেন, ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ৬ নং ওয়ার্ড বড় কলোনির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমীর হোসেন ঢালী, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন সেন্টু, আনছার আলী আনছুসহ থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।