যশোর শার্শা বাগআঁচড়া ইউনিয়নের বড় কলোনিতে গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র নেতা মফিকুল হাসান তৃপ্তি।

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর ২০২৫, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  বাগআঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় কলোনিতে গণসংযোগ করেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি।


তিনি গ্রামের মানুষের খোঁজখবর নেন, ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ৬ নং ওয়ার্ড বড় কলোনির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমীর হোসেন ঢালী, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন সেন্টু, আনছার আলী আনছুসহ থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

সারাদেশ এর আরও খবর: