যশোর বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃবেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লা'শীর জন্য থামানো হয়।

পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লা'শীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৫৫,৬১,৯৩০/-(দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত ত্রিশ) টাকা। 


আ'টককৃত চাল'ক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ বিল্লাল (৩২), পিতা-মোঃ বাবুল, গ্রাম-নামাজ গ্রাম, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এর সাথে ২০,০০০/-(বিশ হাজার) টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকা, মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 


আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) আঃ মালেক (৪৬), পিতাঃ নাদের মোল্যা, গ্রামঃ হাজী রোড কলেজ পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানা-মাগুরা, জেলাঃ মাগুরা, (২) অন্তর কর্মকার (২৯), পিতাঃ শুশান্ত কর্মকার, গ্রামঃ শিবরামপুর পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানাঃ মাগুরা, জেলাঃ মাগুরা। আ'টককৃত চো'রা'চালা'নী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: