দৌলতপুরে- 'রাইট টক বাংলাদেশ' মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ।
রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার(১৭ জানুয়ারি) সকাল ১১টায় দৌলতপুর থানা সংলগ্ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মাঠে কম্বল বিতারন করা হয়।
রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখায় সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য মো. নুরুল ইসলাম,জেলা রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জহির মাহমুদ,রাইট বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম ,অর্থ সম্পাদক মো. জুয়েল হোসেন জনি, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন,সদস্য মো. রাকিব হোসেন ও মো. কাউসার আহমেদ,প্রতিনন্ধী উন্নয়ন সংস্থার সহকারী অফিসার মো. মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অটিজম বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন,রাইট টক বাংলাদেশ সারা দেশে প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রতিবন্দী শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। এ সময় তারা ‘সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সমাজের বিত্তবানদের প্রতি প্রতিবন্ধীদের উন্নয়নে সকলে এগিয়ে আসার আহবান জানান।
নতুন কম্বল হাতে পেয়ে প্রতিবন্ধী বাচ্চারা অনেক খুশি। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সহ সকল শ্রেণীর পেশার মানুষের জীবনে দুর্ভোগ দেখা যায়। শীতের কারণে বাচ্চাদের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সকলকে শীত মৌসুমে একটু সাবধানতার সাথে চলাফেরার জন্য পরামর্শ প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
