নাগরপুরে -দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




রবিউল আলম, স্টাফ রিপোর্টার। 


টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার  দপ্তিয়র ইউনিয়নের ভুগোলহাট বাজার ঈদগাঁ মাঠে,দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে- গণতন্ত্রের মা, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


দোয়া মাহফিলটি মো: আলিম মন্ডলের  সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দপ্তিয়র  ইউনিয়নের কৃতি সন্তান মো: আতিকুর রহমান আতিক।


আরও উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির  সদস্য সচিব নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নাগরপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রহিজ উদ্দিন ও নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃণমূলের সাধারণ জনগন। 


প্রধান অতিথির বক্তব্যে মো: আতিকুর রহমান আতিক বলেন, আমি  ও লাভলু কেন্দ্রীয়  হাইকমান্ডের  নির্দেশে ধানের শীষের পক্ষে নমিনেশন পেপার  ক্রয় করেছিলাম, বিভিন্ন কারনে ও অকারণে ধানের শীষের নমিনেশন বাতিল করা হচ্ছে , তাই ধানের শীষের প্রতীক নাগরপুরের মাঠ থেকে যাতে বিলীন করতে না পারে, সেজন্য আমি আমার নমিনেশন বৈধতার চালেন্স গ্রহন করি।ইনশাল্লাহ আমার নমিনেশন বৈধতা পায়, পাশাপাশি কেন্দ্রীয় থেকে ধানের শীষ প্রত্যাশী লাভলুর নমিনেশনও বৈধতা পাওয়ায় আজকে আনুষ্ঠানিকভাবে আমার নমিনেশন প্রত্যাহার করে নিলাম। 

আমরা সবাই রবিউল আউয়াল লাভলুর হয়ে মাঠে ময়দানে কাজ করব। ধানের শীষ আমাদের -বেগম খালেদা জিয়ার প্রতীক,ধানের শীষ মানেই জিয়াউর রহমানের প্রতীক, ধানের শীষ মানেই তারেক রহমানের প্রতীক। আমরা সবাই মিলে মিশে এক হয়ে ধানের শীষের হয়ে কাজ করব। যারা আমাকে ভালোবাসেন ধানের শীষে ভোট দিলে আমাকে ভালোবাসা হবে।   


দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন- দপ্তিয়র ইউনিয়নের সাবেক সাধারণ, মো: খলিলুর রহমান খলিল।

সারাদেশ এর আরও খবর: