কালকিনিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন   |   প্রশাসন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।

সভায় বক্তারা বলেন, উপজেলার থানার মোড়ে ইজিবাইকগুলোকে সড়কের পাশে নির্দিষ্টভাবে পার্কিংয়ের ব্যবস্থা করায় যানজট অনেকটাই নিরসন হয়েছে। এ উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

এক সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পার্কিং ব্যবস্থার ফলে সড়কে চলাচল সহজ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিঁচকে চুরি, কিশোর-কিশোরী অপরাধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে শুধু প্রশাসনের নয়, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ খোকন জমাদ্দারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


প্রশাসন এর আরও খবর: