কৃষক এর ধান কেটে দিলেন মেঘনা উপজেলা ছাএলীগ,

 প্রকাশ: ০৯ মে ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি


মেঘনা প্রতিনিধি, মোঃ তারেক বাবুল,

মেঘনা উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন সোহাগ এর নেএীতে   এই রোজার মাসে  কৃষকের পাকা ধান কাটে দিনেন বিনা খরচে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে ছাত্রলীগ  মাঠে গিয়ে ধান কাটেন।

ছাএলীগ সাধারণ সম্পাদক মহসিন সোহাগ এক সাক্ষাৎকারে বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা  জাতির এই ক্লান্তি লগ্নে কৃষকের পাশে আছি এবং থাকবো ইনসা আল্লাহ।

মেঘনার কৃষক ছাএলীগের এই কর্মসূচী দেখে অনেক খুশি হয়েছেন।  বর্তমানে দেশের এই ক্লান্তি লগ্নে ছাএলীগ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এ জন্য আমরা সময় মত আমাদের ধান বাড়িতে নিয়ে যেতে পারবো।