কালকিনিতে মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদারীপুরের কালকিনিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস ও কারিগরী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার পূর্ব এনায়েত ইউনিয়নের মহরদ্দিচরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কৃষকদের নিয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের পরিচালক মোহম্মাদ খায়েরউদ্দিন মোল্লা।
এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি চাহিদা অনেক ঘাটতি আছে। আমাদের দেশের কৃষক ভাইরা বেশিরভাগই লাভজনক ফসল উৎপাদন করার আগ্রহ থাকে। কিন্তু আমাদের সকলকে বুজতে হবে খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টি ও তেলজাতীয় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তা না হলে আমরা দিন দিন অপুষ্টিতে ভুগতে থাকবো। তিনি তার বক্তব্যে উপস্থিত কৃষকদের মাঝে তেলজাতীয় ফসলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উক্ত ফসল চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (খামারবাড়ি) ডক্টর রহিমা খাতুন, ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন, এনায়েত নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জোবায়েত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
