গোপালগঞ্জ মুকসুদপুরবাসীর জন্য জননেতা ফারুক খান (এম.পি) উপহার।

 প্রকাশ: ১৬ মে ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি



নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ১৪ই মে ২০২০ কম খরচে কৃষকের ধান কাঁটা ও মাড়াই করার বড় ধরনের ইয়েনমার "হারভেস্টার"মেশিন দিয়ে কাশালিয়ায় ধান কাটা উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ফারুক খান (এম.পি) এর পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার সহ  আরো উপস্থিত ছিলেন সাইদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া ভাবরাসুর ইউনিয়ন চেয়ারম্যান রিফাতুল আলম মুসা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কৃষি অফিসের কমকর্তাগন।
সাধারন কৃষকেরা ধন্যবাদ জানায় মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ফারুক খান (এম.পি) কে। তারা আরো বলেন ফারুক ভাই এ উদ্দ্যেগে মুকসুদপুরের কৃষকের ধান কাটা কে আরো সহজ করে দিবে।