পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে দোপাধীতে বৃক্ষরোপণ কর্মসূচি

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১২:১৪ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি


প্রতিবেদক :- হৃদয় হোসেন রত্ন

বৃক্ষ মানুষের পরীক্ষিত বন্ধু। সেই আদিম কাল থেকে বৃক্ষ মানুষকে বাঁচিয়ে রেখেছে, পৃথিবীকে রক্ষা করেছে, আজও করে যাচ্ছে। পৃথিবীর এই বিশাল জীব ও প্রাকৃতিক বৈচিত্র্যের মূলে রয়েছে বৃক্ষের অবদান।

পরিবেশ রক্ষায়ও বৃক্ষের অবদান অসামান্য। বৃক্ষ পরিবেশকে ছায়াস্নিগ্ধ রাখে, বাতাসকে পরিশীলিত করে। কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে বাতাসকে করে বিষমুক্ত। তাছাড়া বৃক্ষের কারণেই আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি অক্সিজেন পাই। কিন্তু গত কয়েকশ বছরে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে গোটা পরিবেশ আজ ধ্বংসের মুখোমুখি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের অবশ্যই ফিরিয়ে আনতে হবে সবুজ-শ্যামলের হারানো গৌরবকে। তা না হলে মানব অস্তিত্বে ঘটবে বিপর্যয়। এই বোধ থেকেই বৃক্ষরোপন এর জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে 

গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর উপজেলার ,মোচনা  ইউনিয়ন অন্তর্গত  দোপাধী গ্রামে আজ অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অভিযান। অত্র এলাকার প্রকৌশলী রানা মীরের উদ্যোগে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পতিত জায়গায় নানা ধরনের বৃক্ষ রোপন করা হয় । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত সাইফুল ইসলাম মিরজু৷ সাবেক ম্যানেজিং কমিটি সদস্য৷ 

নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়। আজাদ শেখ, ম্যানিজিং কমিটি সদস্য। নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়। আদম শিকদার। সদস্য,ধোপাদী সরকারি প্রথমিক বিদ্যালয় ও এলাকার আরো অনেকই।

তাদের মূল স্লোগান ছিল দেশের বায়ু দেশের মাটি। 

গাছ লাগিয়ে করবো খাটি৷