লালপুরে পদ্মায় ধরা পড়ল ১১ কেজি ওজনের আইড় মাছ,১২ হাজারে বিক্রি।
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়ছে ১১ কেজি ওজনের ১টি আইড় মাছ। যা বাজারে বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।
বুধবার ভোরে পদ্ম নদীর রাইটা পাথরঘাটা এলাকায় জেলে লিটন আলীর জালে মাছটি ধরা পড়ে। বুধবার সকালে মাছটি লালপুর পাইকারী মাছ বাজারের ফুরকানের আড়তে নিয়ে আসে। সেখানে লালপুর বাজারের মাছ ব্যবসায়ী আছিরুল ১১ কেজি ওজনের মাছটির সর্বচ্চ দাম ১২ হাজার টাকা হেঁকে কিনে নেন।