বরগুনার আমতলী থানা হতে র্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

তাসনিয়া হাসান অর্পিতা, বরগুনা প্রতিনিধি :
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১৩/১০/২০২১ইং তারিখ আনুমানিক ১৭:০৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:৫০ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নের চন্দ্রা সাকিনস্থ হলদিয়া ব্রিজের উত্তর পাশের সংলগ্ন জনৈক আফজাল গাজীর ফার্মেসী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৭:০৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রুবেল মৃধা(৩১), পিতা-মোঃ সোবহান মৃধা, সাং-চাওড়া চালিত বুনিয়া, ০৬নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটর সাইকেল চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৩০ (ত্রিশ) পিচ কথিত ইয়াবা, ০১ টি মোবাইল, ০২ টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা বাজার মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।