বড়াইগ্রামে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৯:৩১ অপরাহ্ন   |   জন্মদিন




জাহিদ হাসান 

বড়াইগ্রাম

 নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর সভার মেয়র মাজেদুল বারী নয়ন ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইসচেয়ারম্যান আতাউর রহমান, অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী, পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবু হানিফসহ প্রমুখ।

জন্মদিন এর আরও খবর: