অলরাউন্ডার ম্যাডাম - মুক্তা সুলতানার জন্মদিনে স্বপ্নসারথির শুভেচ্ছা প্রদান।

প্রতিবেদক, মোঃ রফিকুল ইসলামঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মুক্তা সুলতানা !
সহজ কৌশল অবলম্বনে পড়ানো,কোন কৌশলে প্রাইমারী
স্কুলের ছোট্ট সোনামনিরা স্বল্প সময়ে সহজেই কঠিন পড়াটা আয়ত্ত করতে পারবে ! জাতীয় সংগীত সহ সকল বিষয়েই বাচ্চাদের কে নিজের সন্তানের মতোই পরম যত্নে শিক্ষা দিয়ে থাকেন..!!!
শুধু শিক্ষা দানের ক্ষেত্রেই নয় বরং একজন পাকা রাধূনী,হস্ত শিল্পের বিভিন্ন কারুকার্য জানা সহ সংগীত এবং আধুনিক স্টাইলে তার জুড়ি নেই ! বাঁশবাড়ীয়ার এক সময়ের জমিদার পরিবারের
পুত্রবধূ হওয়া এই আধুনিক
মননের মানুষটি নিজের সুদর্শন চেহারা ,অন্তর্নিহিত গুনাগুন ও সদা-হাস্যৌজ্বল সরল উপস্থাপন
দিয়ে জয় করেছেন শ্বশুর বাড়ি সহ অভিভাবকদের মনটা !
উন্নয়নশীল দেশগুলোর প্রেক্ষাপটে অলরাউন্ডার ছেলে তবুও পাওয়া যায় কিন্তু অলরাউন্ডার মেয়ে পাওয়াটা
দুষ্কর ব্যাপার ! অলরাউন্ডার মেয়েদের ক্ষেত্রে সংসার ভেঙে যাওয়াটা প্রায়শই দেখা যায় !
এক্ষেত্রেও সফল মানুষ গড়ার মহান এই কারিগর !!!
গতকাল ছিল এই মানুষটির জন্মদিন ! স্বপ্নসারথি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশেষ এই দিনে সবার প্রিয় ও
শ্রদ্ধেয় ভাবীকে জানাই - " শুভ জন্মদিন"