ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এর জন্মদিন পালিত।

স্টাফ রিপোর্টার, মোঃ পলাশ হাওলাদারঃ
সাবেক- সদস্য বাংলাদেশ ছাত্রলীগ,সরকারি বাঙলা কলেজ শাখা। সাবেক সভাপতি, ও বর্তমান আহ্বায়ক ৬ নং চিংড়াখালী ইউনিয়ন ছাত্রলীগের, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, এর ২৬ তম জন্মদিন পালিত হয়। উক্ত জন্মদিনের উপস্থিত ছিলেন-যুগ্ম-আহবায়ক
আদনান আসরাফি,
সদস্য- ইবরাহিম ফকির, চিংড়াখানি ইউনিয়ন ছাত্রলীগ ৯নং ওয়াড ছাত্রলীগ নেতা- বাবু হাওলাদার, ও সাহেদ খান, ৪নং দৈবঙ্গহাটি ইউনিয়ন ছাত্রলীগ তাজ হাওলাদার, ও সাকিব
রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমিত সহ আর অনেকে।