নাগরপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল- আ.লীগ সভাপতি।

নগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য শাহীন খান (৪২), ঘড়ে শিধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরার পড়ে।
সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মৃত ছামু খানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি শাহীন খান (৪২) গতকাল গভীর রাতে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হাশেম মিয়ার বাড়িতে শিধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে তিনি।
উল্লেখ্য ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার রাত ১১.১৫ মিনিটের সময় সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ২১ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার খবর পেয়ে পুরো উপজেলার জনসাধারণের মাঝে চানঞ্চল্য বিরাজ করছে। পাশাপাশি নন্দপাড়া জুরে ভয় ও চিন্তা বিরাজ করছে। করোনা আতংকে থমথমে জীবন-যাত্রা ঐ গ্রামের। এরই মাঝে ঘরের বাইরে থেকে শব্দে জেগে ওঠে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী। মুক্তিযোদ্ধার ও তার পরিবারের ডাক চিৎকারে মধ্য রাতে জেগে উঠে পুরো গ্রাম।
চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে গ্রামবাসী শাহীনকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়।
এলাকাবাসীরা অভিযোগ করে বলে, শাহীন অনেক দিন যাবৎ চুরি করছে। এর আগে একাধিক বার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরাও পরেছিল। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে। এলাকা বাসী আরও জানান, শাহীনকে চুরি বন্ধ কল্পে ইতোপূর্বে ওয়ার্ড সদস্য বানানো হলে তার বাড়ী বাড়ী সিধ কেটে চুরি করা বন্ধ ছিল। করোনা মোকাবিলায় সরকারের নির্দেশে কাজ বন্ধ রেখে সবাই যখন সবাই ঘরে থেকে খাদ্য ও অর্থ কষ্টে দিনযাপন করছে, সেখানে সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন চোর নিজ গ্রামে চুরি করতে ব্যস্ত।
এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, চুরির ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন পূর্বক চোরকে উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা খারাপ দেখে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।