ডেমরা থানা পুলিশের অভিযানে ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ আটক-২

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। লাবনী বেগম(৩২) ও ২। রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)। এ সময় তাদের হেফাজত হতে আট লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৮:৩৫ মিনিটে উক্ত স্থানে পৌঁছে পুলিশ একজন নারীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে লাবনী বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাট তল্লাশি করে ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডেমরা থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।