খাগড়াছড়ির রামগড়ে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় চার ব্যাবসায়ীকে জরিমানা

মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে চার মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছ ও মাংসের বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানা যায়, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্তি দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের চার ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপনন আইনের ২০১৮ এর ১৯ ধারায় ব্যবসায়ীদের অর্থদন্ড দেয়া এবং নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।