মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানে দেশীয় অস্ত্রসহ 'লও ঠেলা' গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেফতার

 প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


মনা নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে 'লও ঠেলা' কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর  থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জোবায়ের  ওরফে যুবরাজ (২২) ২। মোঃ হাসান (১৯) ৩। মোঃ রায়হান (২৭) ৪। মোঃ ওয়াসিম (২৫) ৫। মোঃ আনোয়ার হোসেন রাজু (৩২) ৬। মোঃ নুরুল আমিন (১৮) ৭। মোঃ কামাল হোসেন (২২) ৮। মোঃ শাহিন (২৮) ও ৯। মোঃ মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ ও আইন এর আরও খবর: