৫ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির গুইমরায় এক মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

গত ১২ মে ২০২৫ ইং, রাত ১১টা ৫ মিনিটে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব ও এএসআই (নিঃ) শিমুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গুইমারা বাজারস্থ সেবা মেডিকেল হলের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে সৌদিয়া পরিবহন নামক একটি গাড়ি তল্লাশি করে মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন।

অভিযানে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গুইমারা থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে গুইমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, “মাদকের বিরুদ্ধে গুইমারা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

অপরাধ ও আইন এর আরও খবর: