কালকিনিতে নকল প্রসাধনী মজুদ ও বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন কোম্পানির ডিলার ব্যবসার আড়ালে নকল প্রসাধনী বিক্রয় করার অভিযোগে রানা হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা পালরদি নদীর ব্রিজের পাশে একটি গোডাউনে বিভিন্ন কম্পানির ডিলারী ব্যবসার আড়ালে নকল প্রসাধনী পণ্য মজুদ করে বিক্রি করে আসছিল মেসার্স সুমাইয়া ট্রেডার্স মালিক
রানা হাওলাদার। খবর পেয়ে ওই গোডাউনে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন। পরে সেখানে বিপুল পরিমানে নকল সাবান পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ওই ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফু-উল আরেফিন বলেন, এ ধরনের নকল পণ্য সরবারহকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।