কালকিনিতে উপজেলা মৎস্যজীবিলীগ নেতা আটক, কারাগারে প্রেরণ

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন সরদারকে (৪৫) আটক করেছে কালকিনি থানা পুলিশ। আটককৃত শাহাদাত হোসেন সরদার উপজেলার রামনগর এলাকার আঃ রশিদ সরদারের ছেলে। শনিবার (২০ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার ভূরঘাটা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের গাছ কেটে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আটক করা হয়। মামলা নং-১১, তারিখ -১৬/১১/২০২৫ ইং ধারা-৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর এজাহারভূক্ত বিশ নাম্বার আসামী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


অপরাধ ও আইন এর আরও খবর: