কালকিনিতে সড়কে আতঙ্কের নাম কৃষিকাজের ট্রাক্টর

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

চাষাবাদের কাজে ব্যবহারের ট্রাক্টর ও নসিমন দাপিয়ে বেড়াচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক-মহাসড়কে। 

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব অনুমোদনহীন দানব আকৃতির যান ট্রাক্টর গ্রামীণ সড়কগুলোতে এখন মৃত্যুর আতঙ্ক পরিনিত হয়েছে। 

ইট ও মাটি বোঝাই করে বেপরোয়া গতিতে চলাচলে নষ্ট হচ্ছে সড়ক। ড্রাইভিং লাইসেন্সহীন অপ্রাপ্ত বয়সের চালক দ্বারা বেপরোয়া গতির বেপরোয়া যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি। এতে করে প্রাণহানীর ঘটনাসহ অনেকেই পঙ্গুত্ববরণ করছে ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অথচ এইসব যানবাহন নিয়ন্ত্রণে মাথা ব্যাথা নেই স্থানীয় প্রশাসনের। 

প্রশাসনের চোখকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে সড়ক-মহাসড়ক দিয়ে দিনে ও রাতে অবাধে চলছে লাইসেন্সবিহীন ট্রাক্টর। দানব আকৃতির এসব ট্রাক্টের বিকট শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। সড়ক-মহাসড়ক বেপরোয়া গতির এসব যান পুলিশের চোখের সামনেই এগুলো চলাচল করলেও তারা না দেখার ভান করেন। 

ট্রাক্টার চালক রুহুল আমিন বলেন, এই যান চলাচলে সরকারের কোন অনুমোদন নেই সেটা আমরা জানি। পুলিশ আমাদের ধরে মামলা দেয় আবার আবার ছেড়ে দেয়। তবে আমরা চাই সরকার আমাদের ট্রাক্টর চালানোর লাইসেন্স দিক, আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই। 

পথচারী রফিকুল ইসলাম জানান, দানব আকৃতির এসব ট্রাক্টের বিকট শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। দিনরে বেলায় এসব যান চলাচলের বন্ধের দাবি জানান তিনি। 

এ বিষয়ে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা জানান, উপজেলা প্রশাসন যদি এসব অনুমোদনহীন ট্রাক্টর বন্ধে অভিযান পরিচালনা করে তাহলে পুলিশ সর্বাত্তক সহযোগিতা করবে।  

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাউফ-উল আরেফিন জানান, মহাসড়কে এসব ট্রাক্ট চলাচলের কোন সুযোগ নেই, তারপরেও যারা চলাচল করছে তাদের নামে নিয়োমিত মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা করা হচ্ছে এবং কাগজ বিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ ও আইন এর আরও খবর: