নাটোরের বড়াইগ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘের্ষ নিহত এক,আহত ৩,আটক ৯

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ অপরাহ্ন   |   অপরাধ



জাহিদ হাসান নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বেল্লাল হোসেন (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত বেল্লাল একই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই মশিন্দা গ্রামের মৃত মকবুল মাষ্টারের ছেলে পয়াস ও অপরপক্ষ বেল্লাল হোসেনের সাথে বিরোধ চলে আসছিলো। এরই জেরে মঙ্গলবার সকালে বেল্লাল হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ পয়াশ ও তার সহযোগীরা বেল্লাল হোসেনের ওপর হামলা করে। এ সময় ঘটনাটি দেখে বেল্লাল হোসেনের সহযোগিরা এগিয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেল্লাল হোসেন সহ ৪ জন আহত হয়। পরে আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত বেল্লাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। বিল্লাল হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা পরিদর্শন করেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করে।

অপরাধ এর আরও খবর: