মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০৮ অপরাহ্ন   |   অপরাধ



সুজল খাঁন, মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরে মধুখালী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৭টার দিকে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।


আহত এক পরিবারের সদস্যরা হলেন মোঃ সাখাওয়াত হোসেন (৪২), ও স্ত্রী মোছাঃ তাহেরা বেগম (৩০),তাঁর মেয়ে শাকিলা খানম (১৪)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন মোঃ বাকিয়ার ফকির (৪৫),মোঃ ইকলাছ ফকির (৩৫) উভয় পিতা মৃত আব্দুল ফকির,মোঃ ইনছান ফকির (২০) পিতা মোঃ বাকিয়ার ফকির, মোছাঃ মর্জিনা বেগম (৪০)তার স্বামী মোঃ বাকিয়ার ফকির,মোছাঃ তানিয়া বেগম (২৫)তার স্বামী মোঃ ইকলাছ ফকির।


উল্লেখিত বাকিয়ার ফকির (৪৫) সহিত আমরা পাশাপাশি বাড়িতে বসবাস করি। বাকিয়ার,ইকলাছ, ইনছান, মর্জিনা, তানিয়া আমার ভাই,ভাতিজা, ভাবি হইতেছে। বাকিয়ার ফকির (৪৫),ইকলাছ ফকির (৩৫)সহিত আমাদের পূর্ব হইতে জমি জমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে বিরোধী ও বিষয় নিয়ে বাকিয়ার ফকির বিভিন্ন সময় আমার ক্ষতি করার পাইতারা করে এরই ধারাবাহিকতায় ইং ১২/১২/২০২২ তারিখ দুপুর অনুমান ১২টার ঘটিকার সময় উল্লেখিত ইকলাছ,ইনছান,মর্জিনা, তানিয়া আমার বাড়ির সামনে আসিয়া পূর্ব বিরোধীয় বিষয় নিয়ে গালিগালাজ করিতে থাকে। আমার স্ত্রী তাহেরা বেগম (৩০) বলেন বাকিয়ার,ইকলাছ,ইনছান ও জিছানকে গালিগালাজ করিতে নিষেধ করিলে তানিয়া আমাদের বিভিন্ন ধরনে ভয়ভীতি দেখাইয়া চলিয়া যায়।পরবর্তীতে ইং১৩/১২/২০২২তারিখে সকাল অনুমান ৭টা ঘটিকার সময় আমি বাড়ি হইতে মাঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে ইকলাছের বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় পৌছাইলে উল্লেখিত বাকিয়ার,ইকলাছ,ইনছান,মর্জিনা, তানিয়া বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পথরোধ করিয়া পূর্ব বিরোধীয় বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু করে।আমি বাকিয়ার,ইনছানকে ঝগড়া ঝাটি করিতে নিষেধ করিলে ইকলাছের হুকুমে অন্যান্য ইনছান,জিছান,মর্জিনা,তানিয়া বেগমের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঠা দিয়ে আমাকে এলোপাথারি বাবি মারিয়া শরীরের বিভিন্ন স্হানে নীলাফুলা জখম করে।আমি ডাক চিৎকার করিলে আমার স্ত্রী মোছাঃ তাহেরা বেগম (৩০)ঠেকানোর জন্য আগাইয়া আসিলে বাকিয়ার হাতে থাকা ধারলো রামদা দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার স্ত্রীর মাথা লক্ষ্যে করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমার স্ত্রীর মাথার উপর লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আমার মেয়ে শাকিলা খানম(১৪)ঠেকানোর জন্য আগাইয়া আসিলে বাকিয়ার ফকির তাকেও মারপিট করিয়া তাহার শরীবের বিভিন্ন স্হানে নীলাফুলা জখম করে। ইনছান আমার মেয়ের পড়নে ছ্যালোয়ার কামিজ টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি ঘটায়।আমাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন আসিয়া ঠেকাইয়া দিলে বাকিয়ার, ইকলাছ, ইনছান, জিছান আমার স্ত্রীকে খুন করিয়া লাশ নদীতে ভাসাইয়া দেওয়ার হুমকি দিয়ে চলিয়া যায়।আমার পাশে থাকা লোকদের সহায়তায় আমাদের স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনিয়া ভর্তি করে।



এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল সাখাওয়াত হোসেন ও তাঁর বড় ভাই বাকিয়ার মধ্যে। সাখাওয়াত হোসেনের কিছু জমি বাকিয়ার,ইকলাছ ফকির ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়। এক মাস আগে সালিস করে ইসাহাকের জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি গেঁড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাদশা সেই খুঁটি তুলে ফেলেন। এ নিয়ে ইসাহাক ও বাদশার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাখাওয়াতসহ তাঁর পরিবারের তিন সদস্য এবং বাদশা সরদারসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।আহত সবাই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মামলা নং ১৩ ধারাঃ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০।

অপরাধ এর আরও খবর: