বদরগঞ্জে রাস্তা উন্নয়নের পরও যানজট বেড়েই চলেছে
বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে সরকারি উদ্যোগে রাস্তা সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালানো হলেও, যানজটের সমস্যা এখনো চরম আকার ধারণ করেছে। বিশেষ করে হাসপাতাল রোড ও স্টেশন রোডে দৈনিক ঘণ্টার পর ঘণ্টা যানজট দেখা যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে ও রাস্তার পার্শ্ববর্তী অবৈধ দখল ও নির্মাণকাজের কারণে যানবাহন চলাচলে বড় ধরনের সমস্যা হচ্ছে। এছাড়াও স্কুল, কলেজ ও বাজার এলাকার সংযোগ রাস্তা ছোট হওয়ায় পিক আওয়ার সময় যানজট আরও বেড়ে যায়।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “আমরা বর্তমানে বিভিন্ন রাস্তার কাজ সমাপ্ত করেছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করছি। তবে সমাধান করতে কিছুটা সময় লাগবে।”
যানজট নিয়ন্ত্রণে কমিউনিটি সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ একান্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
