করোনা সন্দেহে নাটোরের বড়াইগ্রামের একজনকে ঢাকায় স্থানান্তর।

জাহিদ হাসান, নাটোর ব্যুরো প্রধান,
করোনা সন্দেহে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকার একজনকে ঢাকায় পাঠানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করছেন নাটোরের সিভিল সার্জন ডা: কাজি মিজানুর রহমান। সন্দেহভাজন ব্যক্তির নাম কামরুল ইসলাম পিতা মকবুল হোসেন।
সন্দেহভাজনের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম একজন গার্মেন্টস ব্যবসায়ী, তিনি ঢাকায় থাকেন। সম্প্রতি বিদেশিদের সঙ্গে ব্যবসা নিয়ে তার কথা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসেন। বাড়িতে আসার পরে তার করোনার উপসর্গ দেখা দেয়। এ বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে যোগাযোগ করলে। তার সর্দি জ্বর হয়েছে তবে তার প্রাথমিকভাবে করোনা সংক্রমণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাটোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের জেলা প্রশাসক শাহরিয়ার জানান, স্থানীয় প্রশাসনের সহায়তায় উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আসলে তাকে স্থানীয় হোম কোয়ারেন্টাইন এর বদলে সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। সেখানেই থাকে উন্নততর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাা কর হবে।