গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে তুলতে পাঁচ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা প্রধানমন্ত্রীর তহবিল থেকে

 প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০১:২২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



স্টাফ রিপোর্টার মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা ।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা । জাতির এই ক্লান্তি লগ্নে যুগ উপযোগী ভাষন দিয়েছেন । শুরুতেই স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । করোনা ভাইরাস মোকাবেলা করতে সবাইকে উৎসাহিত করেছেন । তিনি বলেন করোনা ভাইরাস এ বাংলাদেশ এর অনেক গামেন্টস মালিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই তিনি সরকারের নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন । যাতে করে মালিক পক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারে । শ্রমিকদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্ৰহন করেছেন । তিনি সমগ্ৰ পুলিশ , ডাক্তার , সেনা বাহিনী , সহ অন্যান্য সবাইকে ধন্যবাদ জানান । ভাষণের শেষে করোনা ভাইরাস নিয়ে সচেতন হতে হবে এবং এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ । মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা এর থেকে সফল হবে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: