সল্প আয়ের মানুষ এরজন্য টিবিসির পন্য কিনে হন ধন্য

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১২:১৪ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


স্টাফ রিপোর্টার মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা।


বাংলাদেশ সরকার এর অন্য একটি সফল ব্যবস্থা সল্প আয়ের মানুষ এর জন্য। আজ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টিভিসির পন্যবাহী ট্রাক সরকার নির্ধারিত মূল্যে চিনি প্রতি কেজি ৫০/- , মুসুরের ডাল প্রতি কেজি ৫০/- , সয়াবিন তেল প্রতি লিটার ৮০/-  বিক্রি করা হবে । সরজমিনে গিয়ে দেখা যায় ১০০-১৫০ জন পুরুষ ও মহিলা লাইনে দাঁড়িয়ে আছেন মিরপুর-১ গ্ৰামীনফোনের অফিসের সামনে । কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি এসব পন্য আমরা সল্প আয়ের মানুষ কিনে নিয়ে যাই যদিও রোদের মধ্যে রাস্তায় লাইনে দাঁড়িয়ে নিতে হয় তবুও লাভ আছে । কারন বাজারে চিনির দাম ৭০/- , ডাল ৮০/-, তেল  ৯৫/- টাকায় বিক্রি হচ্ছে। এজন্যই এখান থেকে নিয়ে যাই । তবে সবার মনের কথা পন্য আরও বাড়িয়ে দেওয়া দরকার । ট্রাকের ভিতর যিনি পন্য দিতেছেন  তাকে জিজ্ঞেস করলাম এখানে কি প্রতি দিন আসেন । তিনি বললেন আমরা প্রতি দিন আসবো এখানে তবে সামনে আরও পন্য বাড়ানো হতে পারে রমজান মাসের জন্য । সরকারের এমন উদ্যোগ এ সবাই স্বাগতম জানিয়েছেন ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: