৫,০০০ কোটি টাকা প্রণোদনার পরেও কেন খোলা হচ্ছে পোশাক কারখানা?

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৩:২২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


মোঃ আলমগীর হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি।

দেশের করোনা মোকাবেলায় সারা দেশে এখন অঘোষিত লকডাউন চলছে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। সরকারি বেসরকারি সংস্থা গুলো সকলকে ঘরে থাকার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। যার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কম লোকই বাড়ির বাইরে বের হচ্ছে।সরকারি বেসরকারি বিভিন্ন সাহায্য সংস্থা কর্মহীন মানুষের জন্য সহযোগিতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা ঘোষণা করেছে।যার সিংহভাগ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে পোশাক কারখানা খাতে যার পরিমাণ ৫০০০ কোটি টাকা। কেননা দেশের অনেক মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এইখাতে একই সাথে দেশের অর্থনৈতিক খাতেও বিশেষ অবদান আছে এই পোশাক খাত।সেই কথা মাথায় রেখেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই খাতে ৫০০০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেন।এত বড় সুযোগ পেয়েও পোশাক কারখানার শ্রমিকদের জীবন এর ঝুঁকির কথা বাদ দিয়ে খুলে দেওয়া হচ্ছে পোশাক কারখানা।পরিবহন সেবা বন্ধ করা অবস্থায় জীবিকার দ্বার খোলা রাখতে জীবনের মায়া ত্যাগ করে মানুষগুলো ছুটে চলছে কর্মক্ষেত্রে।দেশের এই পরিস্থিতিতে কেন করা হল এই আত্মঘাতী কাজ?যেখানে প্রায়  সব  দেশের সাথে আমদানি রফতানি বন্ধ সেখানে এই মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করা পোশাক কতটাই মুনাফা অর্জনের লক্ষ পূরণ করবে তা অনেকেরই বোধগম্য নয়।তবে বিশ্বের বিভিন্ন করোনাক্রান্ত দেশ থেকে দেখা যায় করোনা পরিস্থিতিতে তাদের ছোটো ছোটো কিছু অসাবধানতার কারণেই আজ তাদের এ পরিস্থিতি। তাই আমাদের প্রাণ প্রিয় দেশের জন্য এটি যেন ঐ রকম কোন কারণ না হয়ে দাঁড়ায়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: