৩ বেলা খাবারের জন্য দরকারি এমন সব পণ্যের দাম অন্তত নাগালের মধ্যে রাখতে হবে
(এহছান খান পাঠান) :
দিন দিন বাড়ছে দ্রব্যমূল্য, কিন্তু বাড়ছে না উপার্জন। মধ্যবিত্ত ক্রমশ তার অবস্থান থেকে নেমে যাচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে এখন মানুষ চোখে সর্ষেফুল দেখার মত অবস্থা। সাধারণ আয় বা মধ্যবিত্তের জন্য জীবনযাপন তাদের প্রচলিত ছন্দে রাখা মুশকিল হয়ে পড়েছে। সংসার চালাতে ধার-কর্জ কিংবা সঞ্চয়ে হাত দিতে হচ্ছে কম আয়ের মানুষকে। প্রতিবছর ভরা শীত মৌসুমে সবজির দাম যতটা কমে, এ বছর ততটা কমেনি। সবখানেই জিনিসপত্রের দাম নিয়ে মানুষের হতাশা দীর্ঘায়িত হচ্ছে।
একটি দেশের অর্থনৈতিক অবস্থার দুর্দশার প্রকট চিত্র হয়ে ওঠে সেদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে। সরকার যদি এই বিষয়টিকে হালকা করে দেখে এবং মানুষের বোবাকান্না না শুনে তবে বিষয়টি দেশকে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
(এহছান খান পাঠান, নির্বাহী সম্পাদক, দৈনিক অর্থনীিতর কাগজ)