মুখরিত হোক জ্ঞান চর্চার প্রাঙ্গণসব

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ অপরাহ্ন   |   সম্পাদকীয়


 (এহছান খান পাঠান),

 করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দীর্ঘ প্রায় দেড় বছর পর ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা হাঁফ ছেড়ে বাঁচলো। দীর্ঘদিন পর সবাই তাদের বদ্ধ রুদ্ধ জীবন থেকে এক ধরণের মুক্তি পাবে।  সরকারের এই ইতিবাচক সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের স্থবির জীবনে প্রাণের স্পন্দন আনবে।  দেশের আগামী প্রজন্ম আশা করি তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আবারও মুখরিত হবে দেশের জ্ঞান অর্জনের প্রতিষ্ঠানগুলো। 

 জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের ২৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিলো, কোভিড-১৯–এর কারণে স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ। দীর্ঘ বন্ধের ফলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

(এহছান খান পাঠান , নির্বাহী পরিচালক আইসিটি ক্যারিয়ার)