বাংলাদেশ কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে মোড়েলগঞ্জের সাহারা খান।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন   |   শিক্ষা




স্টাফ রিপোর্টার মোঃপলাশ হাওলাদার হাছিব।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনের ওপর দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ৪ হাজার ৫ শত জন প্রতিযোগীদের মধ্যে কলেজ পর্যায়ে সাহারা খান রিয়া ১ম স্থান অর্জন করেন।সৈয়দ রেজাউর রহমান এ্যাড. বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি গভনিং বডি আউডিয়াল কলেজ ঢাকা সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মো. নজরুল ইসলাম খান কিউরেটার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঢাকা।পুরস্কার তুলে দেন ঢাকা আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মেদ। সে আমেরিকান ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। 

তার সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস। তিনি আরো বলেন, লক্ষ্য, ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যাও জীবনে অনেক বড় হবে। পাশাপাশি আইডয়িাল স্কুল এন্ড কলেজকে ধন্যবাদ জানান এতো সুন্দর আয়োজনের জন্য, ধন্যবাদ জানান মোরেলগঞ্জ কল্যান সমিতির সভাপতি ড.শহিদুল ইসলাম, বাগেরহাট ৪ আসনের এমপি এ্যাড.আমিরুল আলম মিলন।

সাহারা খান রিয়া মোরেলগঞ্জ উপজেলার ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের সালেক খান রুনু বর্তমানে বাংলাদেশ কাষ্টমস এ কর্মরত তার কনিষ্ট কন্যা।

একই সাথে তাকে অভিনন্দন জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও পরিষদের সকল সদস্যবৃন্দ। মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন দৈনিক লোকসমাজ এর মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ শামীম আহসান মল্লিক সহ সকল সাংবাদিক বৃন্দ। সাহারা খান রিয়া সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

শিক্ষা এর আরও খবর: