দৌলতপুর বি.এন.পি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে ।

রিতা আফার ঘাঁটি, দৌলতপুর, ঘিওর, শিবালয়ের মাটি,ধ্বনিতে মুখরিত।
রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি 'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি দৌলতপুর বাজার বটতলা হতে উপজেলা চত্তর প্রদক্ষিণ করে, বাজারে এসে সমাপ্ত হয়।
র্যালিতে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক, নির্যাতিতা নিবেদিত কর্মী, সাইফুল ইসলামের কন্ঠে ধ্বনিত হতে থাকে - শহীদ জিয়ার সালাম লও,ধানের শীষে ভোট দাও। জিয়ার সৈনিক এক হও, তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করো। রিতা আপার ঘাঁটি দৌলতপুর, ঘিওর, শিবালয়ের মাটি।।
বর্ণাঢ্য র্যালিটি মোঃ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি দৌলতপুর উপজেলা ছাত্রদল ও যুগ্ন আহবায়ক দৌলতপুর উপজেলা শাখা যুবদল এর নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, জেলা কৃষকদলের সহ-সভাপতি এ টি এম জাহাঙ্গীর আলম, দৌলতপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: আরফান প্রদান, সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল শাখার- মোঃ শামীম হোসেন সহ ইউনিয়ন পর্যায়ে সকল নেতাকর্মী,এলাকার মুরুব্বিগণ ও বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বক্তারা বক্তব্য বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারীর প্রেতাত্মারা যাহাতে অনু প্রবেশ না করে, দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে এবং বেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সবশেষে শহীদ জিয়া ও প্রয়াত বিশিষ্ট শিল্পপতি হারুন অর রশিদ খান মুন্নুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং জেলা বিএনপি'র সম্মানিত আহ্বায়ক,আফরোজা খান রিতার মানিকগঞ্জ ১ আসনের (দৌলতপুর,ঘিওর, শিবালয়) এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করে আলোচনা সভা সমাপ্ত হয়।।