সলঙ্গায় মৃতদেহ গোসল ও কাফন বিষয়ক কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি :
ইসলামী সুন্নাহর আলোকে সিরাজগঞ্জের সলঙ্গায় মৃতদেহ গোসল ও কাফন বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অন লাইন ফেসবুক প্লাটফর্ম "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের উদ্যোগে এমন ধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হলরুমে দিনব্যাপী এ কর্মশালার কাজ চলমান থাকে। কে.এম আমিনুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী নূর জোয়ার্দার,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন আকন্দ, সহকারী অধ্যাাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক বেলাল হোসেন,আবদুস ছালাম মাস্টার,এডমিন হারুনর রশিদ, এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার, মডারেটর নাজমুল হুদা প্রমুখ।চীফ এডমিন শাহ আলমের সঞ্চালনায় কর্মশালার প্রশিক্ষক ছিলেন, হাফেজ মুফতি আমিনুল ইসলাম শিক্ষক সলঙ্গা মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা।এ ছাড়াও সংগঠনের পক্ষ হতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় হাদীসের কেতাব বিতরণ করা হয়।