বহুগুনে গুনান্তিত "বেগম খালেদা জিয়ার" মৃত্যুতে ৩(তিন) দিনের জাতীয় শোক ঘোষনা
রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
আজ ৩০শে ডিসেম্বর /২০২৫ইং,১৫ই পৌশ/১৪৩২ বাং, ৯ ই রজব/১৪৪৭ হিজরি, রোজ মঙ্গলবার এই মহাবিশ্ব থেকে এক নক্ষত্রের জীবন অবসান হলো- তিনি বাংলাদেশের বহুগুণে গুনান্তিত নারী,আপোষহীন, মমতাময়ী মাতা,সত্য ও ন্যায়ের প্রতীক,বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী,
বাংলাদেশের তিন-তিনবারের সাবেক সফল প্রধান মন্ত্রী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, দেশপ্রেমে পরিপূর্ণ ব্যাক্তি তিনি তার উত্তম চিকিৎসার সুযোগ থাকা সত্বেও বিদেশে না যেয়ে অবশেষে দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দলীয় ভাবে বিভিন্ন শোক পালন করবেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রধানগন মহিয়শী নারী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তাহার মৃত্যতে সরকারিভাবে আজ থেকে ৩ (তিন) দিনের জাতীয় শোক ঘোষনা করেন। আগামীকাল ৩১শে ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দেশের প্রধানগণ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এই মহিষী বহু গুণে গুণান্বিত নারী ১৫ই আগষ্ট/১৯৪৫ ইং সালে জন্ম গ্রহন করেন। তার মৃত্যু ক্ষনে সময় অতিবাহিত হয়েছে
৮০ বৎসর ৪ মাস ১৫ দিন, এই মহাবিশ্বের মাঝে বিরাজ করে আমাদের আরও হাজার বছর তাহার কর্মকান্ডে বেচে থাকবেন। তিনি বেচে থাকবেন- বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ে, বিশ্বের রাজনৈতিক ব্যাক্তিত্বদের মাঝে অম্লান হয়ে থাকবে বিশ্বের বুকে,দেশসহ বিশ্ববাসী তাহার আত্মার মাগফেরাত কামনা করেন।
