সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস.আই.এম.এ রাজ্জাক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা,উপহার ও স্মারক সম্মাননা প্রদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,আজ মঙ্গলবার (৬ মে) সকাল হতে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর যহুর আলী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম,সাঈদ, মোহাম্মাদ সাজেদুর রহমান, এলিজা তাজমিন সীমা।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অত্র কলেজে’র শিক্ষক পরিষদের সম্পাদক সাখাওয়াত হোসেন,
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ স্বপন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক,সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক,প্রভাষক ও কলেজ ছাত্রদল,ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ বিদায়ী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা এবং স্মৃতিচারন করে আলোচনা সভা করা হয়।এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ,সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,কাজিপুর মনসুর আলী কলেজ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সরকারি আকবর আলী কলেজ-উল্লাপাড়া, সিরাজগঞ্জের প্রফেসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।