উত্তরায় মোশারফ স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন   |   শিক্ষা


মো: ইকবাল হোসেন: ঢাকার উত্তরা-১০ সেক্টরে অবস্থিত ঐতিহ্যবাহী মোশাররফ স্কুল এন্ড কলেজ এবং ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে মোশারফ স্কুল এন্ড কলেজ এবং ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন, সফলতা ও কল্যাণ কামনার্থে এ দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব খালেদ মোশারফ, প্রতিষ্ঠানের পরিচালক ডা. মাহথির মুহাম্মদ আসিফ সহ উত্তরা, তুরাগ, ফুলবাড়িয়া ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্ধ-সহস্রাধিক শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশার মানুষ।

দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠানে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামারপাড়া স্কুল এন্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট মো: সুরুজ্জামান। তিনি ঐতিহ্যবাহী মোশারফ স্কুল এন্ড কলেজ এবং ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানদ্বয়ের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ডা. মাহথির মুহাম্মদ আসিফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ। মানুষ হলো আশরাফুল মাকলুকাত। মানুষ হিসেবে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। তাদেরকে গভীর মায়া, মমতা, স্নেহ ভালোবাসা দিয়ে স্বশিক্ষিত শিক্ষিত করে হিউম্যান রিসোর্সে পরিণত করতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বিগত বছরগুলোর ন্যায় ২০২৪ সালের গোল্ডেন A+ সহ শতভাগ ফলাফল মোশারফ স্কুল এন্ড কলেজ, তুরাগবাসী ও উত্তরাবাসীর সম্মান নি:সন্দেহে বৃদ্ধি করেছে। মোশারফ স্কুল এন্ড কলেজ এবং ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ সর্বজন সমাদৃত ও নন্দিত। দক্ষ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী সচেতন অভিভাবকবৃন্দ শিক্ষাবান্ধব প্রিয় এলাকাবাসী, তুরাগবাসী ও উত্তরাবাসীর সমন্বিত প্রয়াসে দিন দিন শিক্ষার্থী, অভিভাবকের কাঙ্ক্ষিত ও পছন্দের কেন্দ্র বিন্দুতে পরিণত ও মাইলফলক উন্নয়নে ত্বরান্বিত হয়ে আসছে। যা সম্মানিত অভিভাবক, বিজ্ঞ এলাকাবাসী শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষাবান্ধব তুরাগবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়ার ভিত্তিতে।

ডা. মাহথির মুহাম্মদ আসিফ আরও বলেন, আপনাদের লালিত স্বপ্ন কাঙ্ক্ষিত ইচ্ছাপূরণে শীর্ষ গুণগত শিক্ষা-সেবার মান ধারাবাহিক অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়ার বিকল্প নেই। অসাধারণ বাঁধভাঙা জাতীয় শীর্ষ মেধাস্থান ও শতভাগ ফলাফলের অব্যাহত শীর্ষ মেধাস্থানের ঐতিহ্যের সন্ধানে বাস্তব নির্ভীক শিক্ষা প্রতিষ্ঠান মোশারফ স্কুল এন্ড কলেজ ও রুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজ আরো একধাপ অগ্রযাত্রায় সম্মানিত অভিভাবকগণ এলাকাবাসী, তুরাগবাসী ও উত্তরাবাসীর অবদান কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। এসময় তিনি এলাকাবাসীর সকলের কাছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার প্রসারে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নাসিমা আক্তার বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের। সবার সম্মিলিত সহযোগিতায় একটা প্রতিষ্ঠান সগৌরবে দাঁড়িয়ে থাকে। আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের উন্নয়ন সহ উত্তরোত্তর শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে সুনাম বৃদ্ধি করবো। প্রায় তিন যুগ ধরে উত্তরায় শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালাতে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। অভিভাবকদের স্বপ্ন পূরণে আপনাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর উত্তরায় সাফল্য ও গৌরবে শিক্ষার আলো ছড়াচ্ছে উত্তরা-১০ সেক্টরে অবস্থিত মোশারফ স্কুল এন্ড কলেজ এবং ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। ১৯৯২ খ্রি: শিক্ষা সুবিধা বঞ্চিত এলাকা থাকা সত্ত্বেও অভিভাবকের লালিত স্বপ্ন, মাইল ফলক পদক্ষেপ, কাঙ্খীত ইচ্ছা পূরণে গুণগত শিক্ষা-সেবার মান দুর্বল/ সবল প্রতিটি শিক্ষার্থীর বেসিক সুপ্ত প্রতিভা অর্জনের স্বার্থে যা যা প্রয়োজন প্রায় তিনযুগ যাবৎ নির্ভীক ও আন্তরিকতার সহিত বাস্তবে সময়োপযোগী পদক্ষেপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানদ্বয়।

বিগত দিনে সমগ্র ঢাকা বোর্ডে ৩ বার (বোর্ড স্ট্যান্ড) বোর্ড ট্যালেন্ট পুল বৃত্তি জাতীয় মেধাস্থান ৫৫, ৩৩, ৬৫ অর্জন এবং ঢাকা বোর্ডে গোল্ডেন A+ সহ দীর্ঘ ২৫ বছর যাবৎ ধারাবাহিক বাঁধভাঙা শীর্ষ ফলাফল ও শতভাগ পাসের গৌরবান্বিত প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি যুদ্ধে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, টিএনও, ব্যারিস্টার, অ্যাডভোকেট সহ দেশের ভিতর ও দেশের বাহিরে বিভিন্ন পেশাগত দক্ষতায় সেরাদের সেরা বাস্তবে প্রমাণ রাখতে সক্ষম হচ্ছে। দেশের সুনামধন্য শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সকল সুনামধন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, চুয়েট, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, রাজউক কলেজ সহ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি যুদ্ধে প্রায় ২২০০+ শিক্ষার্থী অধ্যয়ন করছে এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ।