কালকিনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মাদারীপুর এসোসিয়েশন-ফ্রান্স

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ন   |   প্রবাস


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শিকারমঙ্গল গ্রামের চাঁন মিয়া বেপারী ও আঃ কুদ্দুস বেপারীর দুটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে ইউরোপের সনামধন্য মানবিক সেবামূলক প্রতিষ্ঠান "মাদারীপুর এসোসিয়েশন-ফ্রান্স"।

শুক্রবার (১সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী মোঃ হাবিবুর রহমানের সহায়তায় ক্ষতিগ্রস্ত চাঁন মিয়া বেপারীকে ৭৫ হাজার টাকা ও আঃ কুদ্দুস বেপারীকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মোঃ লুৎফর হোসেন বেপারী, নারগীস আক্তার রেখা, বাদল বেপারী, মাঈনুল ইসলাম খোকন সহ অন্যান্যরা।

গত ২৫ জুলাই সকাল ৯ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

প্রবাস এর আরও খবর: