ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা জামায়াত ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলার ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ।
এদিকে বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভানুগাছ চৌমুহনীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জলিল, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুস সামাদ রাফি সহ আল ইসলাহ ও তালামীযের হাজারও নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিশাল এই বিক্ষোভ মিছিলটি কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।