সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের গণমাধ্যমের নতুন সংগঠন

সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি রাজধানী রিয়াদের বাথহায় রেসাইছ বিল্ডিং এর এশিয়ান রেস্টুরেন্টে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ এর রিয়াদ প্রতিনিধি এস এইচ, হেমায়েতে'র সভাপতিত্বে - অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও জনপ্রিয় একাত্তর টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি, আব্দুল্লাহ আল মামুন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এন টিভি'র সৌদি আরব ব্যুরো চিপ ফারুক আহমেদ চাঁদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোচিত বার্তার প্রকাশক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আরাকান শরীফ, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জসিম উদ্দিন হৃদয়, ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।
সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সবাই ঐক্যবদ্ধভাবে প্রবাসে দেশের ভাবমূর্তি সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞা ও দৃঢ় শপথ গ্রহণ করেন।