সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের গণমাধ্যমের নতুন সংগঠন

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন   |   প্রবাস



সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি রাজধানী রিয়াদের বাথহায় রেসাইছ বিল্ডিং এর এশিয়ান রেস্টুরেন্টে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ এর রিয়াদ প্রতিনিধি এস এইচ, হেমায়েতে'র সভাপতিত্বে - অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও জনপ্রিয় একাত্তর  টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি, আব্দুল্লাহ আল মামুন।


আত্মপ্রকাশ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠিত সংগঠন  বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এন টিভি'র সৌদি আরব ব্যুরো চিপ ফারুক আহমেদ চাঁদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোচিত বার্তার প্রকাশক ও সংগঠনের প্রধান উপদেষ্টা  আরাকান শরীফ, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়,  সংগঠনের নবনির্বাচিত  সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জসিম উদ্দিন হৃদয়, ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।


সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সবাই ঐক্যবদ্ধভাবে প্রবাসে দেশের ভাবমূর্তি সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞা ও দৃঢ়  শপথ গ্রহণ করেন।

প্রবাস এর আরও খবর: