সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনাস আহমেদ ওরুফে (মিরাজ আলী) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন

ফারুক আহমদ চান,সৌদি আরব
নিহত আনাস আহমেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্ৰামের মোঃ মতালিব মিয়ার ছোট সন্তান ।
স্বজনরা জানান, ৭ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যায়। তিনি স্ত্রী সন্তান সহ সেখানে বসবাস করতেন । নিহত আনাস আহমেদ আবাহ শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরী করতেন।
বুধবার সকালে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় পেছন থেকে অপর একটি প্রাইভেটকার
আনাস আহমেদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার লাশ আবাহ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আনাস আহমেদের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, শিশু সন্তানসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম বলেন, জীবিকার তাগিদে দেশ ছেড়ে বাইরে গিয়ে আনাস আহমেদ এমন মৃত্যু, পরিবারের সদস্যরা মেনে নিতে পাচ্ছেন না। তার লাশ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।